শিবগঞ্জে ১০টি বাড়িতে দুর্বৃত্তের হামলা, ভাঙ্গচুরসহ ৫ লক্ষাধিক টাকা লুট!
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ শনিবার রাত ০৩:০৯, ১ আগস্ট, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সন্ত্রাসের জনপদ খ্যাত মরদানা গ্রামে দূর্বৃত্তরা দু’দফা হামলা চালিয়ে প্রায় ১০টি বাড়ি ভাঙ্গচুর করেছে।
এ সময় সন্ত্রাসীরা গরু ছাগল ও গরু বিক্রির প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুুুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এবং ৩১ জুুলাই শুক্রবার ভোর রাত ৪ টার দিকে। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরদানায় আধিপত্য বিস্তার করা নিয়ে সালাম গ্রুপের সাথে জেম গ্রুপের দ্বন্দ্ব বিরাজ করছে। এদিকে সম্প্রতি মরদানায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণে সালাম গ্রুপের সাইফুদ্দিন সফু হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামী জেমসহ তার লোকজন পলাতক রয়েছে। আর এই সুযোগে দূর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এবং আজ শুক্রবার ভোররাত ৪ টার দিকে দু’দফা হামলা চালিয়ে ৬ টি বাড়ি ভাঙ্গচুরসহ গরু, ছাগল ও গরু বিক্রির ৫ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, দূর্বৃত্তরা নয়াটোলা গ্রামের মর্তুজা, কালাম আলী, সাইফুল, সাইদুর আলী, আতাবুর, মতিবুর এবং পুকুরটোলা গ্রামের জেন্টু, আব্দুস সাত্তার ও এরফানের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর চালিয়ে গরু-ছাগল লুটসহ ৩ টি পরিবারের গরু বিক্রির ৫ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সালাম জেম গ্রুপের দ্বন্দ্বের বিষয়ে জানা থাকলেও এই সংঘর্ষের বিষয়ে কোন তথ্য তার জানা নেই। খোঁজ খবর নিয়ে তবেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।