ঢাকা (বিকাল ৫:২২) বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০৮, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোছাইন।

বক্তারা বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেই দেশের আনাচে কানাচে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নতুনভাবে নির্মাণের ব্যবস্থা নিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে করেছেন আরো আধুনিকায়ন। আর তাই উপজেলার বিভিন্ন প্রান্তের ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য শিক্ষকদের আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরিদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফিতা কাটেন অতিথিবৃন্দ। এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম, উপজেলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির, শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল পরিদর্শণ করেন এবং পৌর এলাকার শিক্ষাভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT