ঢাকা (রাত ৩:৫৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিবগঞ্জে পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীঃ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৪০) (বামে), ফেনসিডিলসহ জামাল উদ্দিন ওরফে চুটু (৩৪) (ডানে)
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীঃ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৪০) (বামে), ফেনসিডিলসহ জামাল উদ্দিন ওরফে চুটু (৩৪) (ডানে)

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:৪২, ২৪ জুন, ২০২০

সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযানে নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি চাঁদপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং কামালপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে চুটু (৩৪)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব সরদার বাবুল আক্তার বুধবার জানান, ২৩ জুন মঙ্গলবার বিকেল সোয়া ৫ টা থেকে সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

এ সময় উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন দল আব্দুর রশিদকে তার বাড়ির নিকট থেকে ইয়াবাসহ গ্রেফতার করে।
এছাড়া গোয়েন্দা পুলিশের অপর উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকারের নেতৃত্বাধীন দল উপজেলার দৌলতবাড়ি  বাগানপাড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করে জামালকে।

এদিকে উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি বাবুল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT