শিবগঞ্জে পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৯:০৮, ২২ জুন, ২০২০
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দারিদ্র বিমোচনে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মসূচির আওতায় সুবিধাভোগী সদস্যদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চারদিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফা সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ সাঈদ ও সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন করে নির্বিঘ্নে বাজারকরণ বিষয়ে দিকনিদের্শনামূলক বক্তব্য দেন বক্তারা। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির আয়োজনে ৪০ জন নারী-পুরুষ সুবিধাভোগী সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।