ঢাকা (রাত ৩:০২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ডাকাতির চেষ্টাকালে আটক ২

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার সন্ধ্যা ০৭:০১, ৩১ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় ডাকাতি করার সময় ২জন ডাকাতকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটককৃত ডাকাতরা হলো- শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকার মো. ফজলুর ছেলে গোলাম রাব্বানী (২৫) এবং গাবভূরের ছেলে ঝাইটন (২৩)।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে একদল ডাকাত শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এক আম ব্যবসায়ীকে আটকে মারধর করে তার কাছে থাকা নগদ অর্থ ও তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ওই ব্যবসায়ী ডাকাত ডাকাত বলে উচ্চস্বরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে রাব্বানী ও ঝাইটনকে আটক করতে সক্ষম হয়। পরে তারা পুলিশে খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT