শিবগঞ্জে অব্যাহত রয়েছে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৯:৫৬, ২০ জুন, ২০২০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচীর জরুরী খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সাহায্য বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ট্যাগ অফিসার মোসলেমা খাতুন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও ইউপি সচিব আব্দুল খালেকসহ অন্যরা। বিতরণকালে জানানো হয়, এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৭৬ টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।