শিবগঞ্জের কামালপুর সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার বিকেল ০৫:১৯, ১ ফেব্রুয়ারী, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মাহমুদুল হাসান সোমবার বিকাল সোয়া ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল রোববার দিবাগত রাত পৌণে ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮ মেইন হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বেগুন ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মালিক বিহীন ১টি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি এবং ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তবে অভিযানে কাওকে আটক করতে না পারলেও অনুসন্ধানে চোরাচালানের বিষয়ে সম্পৃক্ত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।