ঢাকা (রাত ২:১৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবি

আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানের গঠনকৃত ব্যবস্থাপনা কমিটি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি দেয়া হয়েছে

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার সন্ধ্যা ০৭:৩৮, ১৮ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানের গঠনকৃত ব্যবস্থাপনা কমিটি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার (১৮ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ এলাকাবাসীকে সাথে নিয়ে পৌর শহরে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে তার কার্যালয়ের সহকারি প্রশাসনিক কর্মকর্তা হৃদয় হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।

ময়মনসিংহ মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবৈধ ও জোরপূর্বক ভাবে বৈধ ম্যানেজিং কমিটি বাতিল করে অবৈধ ভাবে কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করেছে। গত ২ আগস্ট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের এক লোককে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আমরা এসব অবৈধ নিয়োগ বাতিল করে সুষ্ঠু প্রক্রিয়ায় যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি।

মিছিল পরবর্তী কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আকবর আনিছ, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া এনাম, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল হক মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, স্মারকলিপি পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিলের প্রসঙ্গে নীতিমালা অনুযায়ী তদন্ত করে এটা অধিদপ্তরে জানাবো ও নীতিমালা মেনে আইনগত পদক্ষেপ নেবো। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT