ঢাকা (দুপুর ১:৪৯) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে- সাংসদ টিটু

শিক্ষাঙ্গন ২৯৩৫ বার পঠিত
শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে- সাংসদ টিটু
শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে- সাংসদ টিটু

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার বেলা ১২:৩৯, ২৫ নভেম্বর, ২০১৯

শাকিল হোসেন শওকত, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইল নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার, ২৪ নভেম্বর ২০১৯, উপজেলা মিলনায়তন হল রুমে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন,”শিক্ষাই জাতির মেরুদণ্ড।শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার আলোয় আলোকিত ব্যক্তি এবং জাতি সব সময় উন্নতি ও অগ্রগতির শীর্ষে অবস্থান করে।শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার।জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরন, স্কুল ড্রেস,দুপুরের খাবার বিতরন, নতুন নতুন ভবন নির্মাণ, উপবৃত্তি প্রদান, মেয়েদের বিনা বেতনে শিক্ষা প্রদান সহ নানাবিধ সুবিধা প্রদান করেছেন।” এছাড়া সাংসদ টিটু  শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ  মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আহসান উদ্দিন মিয়া, সরকারী যদুনাথ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নাগরপুর মহিলা কলেজ এবং কলেজ প্রধান হিসেবে একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আনিসুর রহমন স্বীকৃতি অর্জন করেন। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে যদুনাথ মডেল স্কুল ও নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এই স্বীকৃতি পায়।
অনুষ্ঠানশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাংসদ টিটু।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT