ঢাকা (দুপুর ১২:৪৩) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের বরাবর জেলা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নওগাঁ জেলা ২৫৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:৫১, ২১ জুন, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি:  করোনা ভাইরাসের মহামারীতে গোটা বিশ্ব বিপর্যস্ত। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব সেক্টরে আজ মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভাইরাসের বন্ধ মহামারীতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ এর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর অংশ হিসেবে নওগাঁ জেলা ছাত্রদল আজ নওগাঁ জেলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে দেশের এই মহা বিপর্যয় সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন নওগাঁ জেলা ছাত্রদল।
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে এরই অংশ হিসাবে করোনা ভাইরাস এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম বিপর্যয় আছে এর মধ্যে দেশের অর্থনীতির অবস্থা করুণ। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের বেতন দেওয়া একপ্রকার অসম্ভব তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি আশা করি সরকার আমাদের দাবি বিবেচনা করবে।
এ সময় নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোহা সিনিয়র সহ-সভাপতি রোমিও, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার সহ- সভাপতি জনি, হাসিবুল, যুগ্ম সম্পাদক সিম, সোহাগ, দপ্তর সম্পাদক ফরহাদ, সহ সাধারণ সম্পাদক তৌকির, সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, ক্রীড়া সম্পাদক রাঙ্গা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT