ঢাকা (রাত ১১:৪৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০
শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার দুপুর ০৩:৪৭, ২৭ মে, ২০২০

শাহরিয়ার খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুদিবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

নিহতরা হলেন এই গ্রামের শামসাদ মেম্বর গ্রুপের আনছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (১৫), জয়নাল গ্রুপের আব্দুল মান্নানের ছেলে রিপন হোসেন (৩২)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। এদিকে পুনরায় সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান ও স্থানীয়রা জানান, সুদের কারবারী সন্ত্রাসী জয়নাল হোসেনসহ তার সহযোগীদের অপরাধ কর্মকান্ড নিয়ে প্রতিবাদ করায় দীর্ঘ দিন ধরে সাবেক ইউপি সদস্য শামসাদ আলীর সাথে দ্বন্ধ চলে আসছিল।

মঙ্গলবার বিকেলে গুদিবাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সকলে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায়-দফায় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়। তাদের হাসপাতালে নেবার পথে ওই ২ জন মারা যায়।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT