ঢাকা (রাত ৪:০৩) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শশীভূষণে আগুনে দোকানসহ ৩ ঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বৃহস্পতিবার দুপুর ০২:৫৭, ২৮ মার্চ, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে একটি ঔষধের দোকানসহ ৩ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বসতঘর। এতে অন্তত কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় ঔষধ ব্যবসায়ী মাহাবুব আলম খান জানিয়েছে আমার শক্র পক্ষ দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।

২৭ মার্চ, বুধবার সকাল ১০ টায় দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের পশ্চিম গলিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে শশীভ‚ষণ বাজারের পশ্চিম গলিতে মাহাবুব আলম খানের খাঁন মেডিকেল হল-১ নামের ঔষধের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে স্থানীয়রাসহ ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে খান মেডিকেল হল-১, নন ওভেন টিসু ব্যাগ গোডাউন, একটি ডাক্তার চেম্বার পুড়ে ছাই হয়ে গেছে ও বেল্লাল হোসেন নামের একজনের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুব আলম খান জানান, আমার আপন ছোট ভাই আলম খান তাস-জুয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে মোটা অংকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। সে বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবি করে আসছে। কিছুদিন আগে আমি তাকে ৪ লাখ টাকা দিয়েছি। পরবর্তীতে আবার টাকা চাইছিল টাকা দিতে অস্বীকার করলে সে দোকানে আগুন দেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার আগে আলম সেখানে ছিল এবং আগুন দিয়ে চলে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, স্থানীয়দর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

 

শশীভঊষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু.এনামুল হক জানান, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিভিন্ন ধরনের কথা শুনছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT