ঢাকা (রাত ৩:১৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় সুবিধা বঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার বিকেল ০৫:৪৪, ১০ মে, ২০২১

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে। সূত্র জানায়, সোমবার দুপুর ১২টায় দিঘলিয়ার হাজী ফিলিং ষ্টেশনের সামনে ২শত জনকে মাথাপ্রতি ৫শত টাকা করে ও কুমড়ি পশ্চিম পাড়ায় ৫০ জনকে মাথাপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল সহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মুক্ত রহমান জানান, ঈদ উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও করোনাকালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছি। সেবাদান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT