লোহাগড়ায় কৃষককে মারপিটসহ কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা
ইকবাল হাসান,নড়াইল রবিবার ১২:০৬, ২ অক্টোবর, ২০২২
নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে; চরকোটাকোল গ্রামের কৃষক মোঃ রাব্বানী শেখ (৪০)-কে মারপিটসহ কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে সে লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তি ওই গ্রামের মৃত ওজেদ শেখের ছেলে।
অভিযোগে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের কৃষক মোঃ রাব্বানী শেখ নিজ বাড়িতে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মাফু শেখ, মুকুল শেখ, তরিকুল শেখ, রিপন শেখসহ অজ্ঞাত আরো ২/৩ জন লোহার রড, হাতুড়ি, ছ্যানদাসহ নানা অস্ত্র নিয়ে রাব্বানীর উপর হামলা চালায়। এসময় ওই দুর্বৃত্তরা রাব্বানী শেখকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। রাব্বানী শেখের চিৎকারে তার স্ত্রী পান্না বেগম (৩০) ঘর থেকে বের হয়ে আসলে তাকেও মারপিট করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা এসময় পান্না বেগমের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
মোঃ রাব্বানী শেখ জানান, লোহাগড়া থানায় মামলার জন্য অভিযোগ জমা দিয়েছি।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।