ঢাকা (রাত ১২:৪৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ার কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানকে গণসংবর্ধনা প্রদান

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শুক্রবার রাত ১১:০৪, ৭ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৭জানুয়ারী) বিকালে কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গিলাতলা গ্রামে মোঃ আলাল শিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান।

আরো বক্তব্য রাখেন আঃ ওহাব বিশ্বাস, নিপন চন্দ্র হোড়, মোঃ মুজিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কোবাদ খাঁন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে আ‘লীগের মনোনয়ন দিয়ে(নৌকা মার্কা) দিয়েছেন। আপনারা সবাই আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনাদের নিকট আমি চিরকৃতজ্ঞ। শান্তি শৃংখলা বজায় রাখতে সকলে ভেদাভেদ ভুলে এক সাথে মিলে মিশে উন্নয়ন কাজে শরিক হবেন বলে আশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য মোঃ মতিয়ার রহমান পরপর তিনবার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT