ঢাকা (সকাল ৬:৩১) শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লবনের গুজব ঠেকাতে ও দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং এ সাপাহার ইউনিয়ন পরিষদ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৩৮, ২০ নভেম্বর, ২০১৯

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পেঁয়াজের দাম বৃদ্ধির ধকল কাটতে না কাটতেই নওগাঁর সাপাহারে চলছে লবনের
দাম বৃদ্ধির গুজব তাই লবণ কিনতে মানুষের ভিড় বেড়েছে দোকানে দোকানে। লবনের দাম বৃদ্ধির গুজবে উপজেলা প্রশাসনের পাশাপাশি
সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাজার মনিটরিং চলছে। সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর নেতৃত্বে সকল ইউপি সদস্য,
স্যানিটারী ইন্সপ্যাক্টর শওকত আলী ও গ্রামপুলিশদের সাথে নিয়ে বুধবার সকাল থেকেই সদরের কাঁচা তরকারি বাজার মনিটরিং করেন।

সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী খুচরা ও পাইকারি লবন বিক্রেতাদের সতর্ক করে দেন যেন সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে
বেশি দামে লবন বিক্রি না করা হয়। যদি কোন খুচরা ও পাইকারি লবন বিক্রেতা বেশি দামে বিক্রি করে তাহলে সেই সব খুচরা ও
পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে লবণের দাম বৃদ্ধির গুজবে সাপাহারবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান ইউপি চেয়ারম্যান আকবর আলী। তিনি জানান,
লবণের দাম বাড়েনি। এটা একটা গুজব। যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে স্থানীয়
প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া গুজব এড়াতে সদর সহ উপজেলার বিভিন্ন বাজারে সচেতনামূলক লিফলেট বিতরন ও মাইকিং করে সাপাহারবাসীকে
আতংকিত না হওয়ার জন্য আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT