ঢাকা (বিকাল ৫:০২) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

র‌্যাবের অভিযানে মাদক সেবনকারী গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৩৪, ৪ জানুয়ারী, ২০২১

নিষিদ্ধ মাদক হেরোইন সেবণের দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নিমতলা ১ নং কলোনীর মো.লালচাঁন ও মোসা.পপি বেগমের ছেলে পলাশ (২২)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে  সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল রোববার দিবাগত রাত পৌণে ৯টায় পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগে নাহিদের দোকানের সামনের গলির ভেতর অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে হেরোইন সেবনের অভিযোগে পলাশকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় আসামী পলাশকে সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT