ঢাকা (রাত ৪:০১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাণীনগরে লটারীর মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৮, ১১ ডিসেম্বর, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রোপা-আমন ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে স্থানীয় সরকারি ক্রয় কেন্দ্রে অভ্যন্তরীণ আমন ধান /২০১৯-২০ সংগ্রহে কৃষক নির্বাচনের জন্য উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারীতে উপজেলার ৬টি ইউনিয়নের ১৪শ’৪৬জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়। কৃষকরা যাতে হয়রানী মুক্ত ভাবে নিজের ধান সরকারি ক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারে এই জন্য ক্ষুদ্র, মাঝারি এবং বড় চাষিদের তালিকা করে এই উন্মক্ত লটারী করা হয়। চলতি রোপা-আমন মৌসুমে রাণীনগর ক্রয় কেন্দ্রে তালিকা ভূক্ত চাষীদের কাছ থেকে সরাসরি ১হাজার ৮শ’ ৬১ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। উন্মক্ত লাটারী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, কৃষি অফিসার শহিদুল ইসলাম, গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুসহ বেশ কিছু চাষীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT