রাণীনগরে বেগম রোকেয়া দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:২৮, ৯ ডিসেম্বর, ২০১৯
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আর্ন্তজাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০টায় রাণীনগর উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা গেটের সামনে মানববন্ধন করে ।
মানববন্ধন শেষে উপজেলা হল রুমে বাঙালি নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়য়াম্যান আনোয়ার হোসেন হেলাল, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা, উপজেলা নির্বাচন অফিসার জাহিদা খাতুন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, ও জয়ীতাদের মধ্যে হতে বক্তব্য রাখেন চাঁদ আক্তার।
আলোচনা সভা শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য, সফল জননী হিসাবে সাফল্য, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য ও সমাজ উন্নয়নে অসামান্য আবদান রাখার জন্য পাঁচ জন শ্রেষ্ঠ জয়ীতাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।