ঢাকা (রাত ১২:৫৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাণীনগরে তুচ্ছ ঘটনায় মারপিটে দিনমজুর আহত,থানায় মামলা দায়ের

নওগাঁ জেলা ২৫৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:০৬, ১৫ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আব্দুল হান্নান (৩৫) নামের এক দিন মজুর আহত হয়েছে । আহত হান্নানকে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটায় স্বামী-স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেছেন হান্নানের স্ত্রী । ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর গ্রামে।জানাগেছে, ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিজানুর রহমান সাদ্দাম (৩০) এর দলে আহত হান্নান দিন মজুর হিসেবে ধান কাটা কাজ করছিলেন।এসময় জমি থেকে ধান বহনে ধানের আটি কম নেয়াকে কেন্দ্র করে কথা কাটা-কাটি হয়। এরই জ্বের ধরে ৯ ডিসেম্বর বিকেলে বাড়ী থেকে
পার্শ্ববতি বাজারে যাবার সময় মধুপুর গ্রামে রমজানের বাড়ীর সামনে পৌছানো মাত্র সাদ্দাম ও তার স্ত্রী তাসলিমা আক্তার (২৫) এ্যালো পাথারী মারপিট করে প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় । এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন হান্নানকে উদ্ধার করে রাণীনগর সদর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনার পরের দিন হান্নানের স্ত্রী লাকিয়া আক্তার বাদী হয়ে সাদ্দাম ও তার স্ত্রীর বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফইম জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT