রাণীনগরের রানা হামিদের পিপিএম পদক লাভ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৯:৪৮, ৬ জানুয়ারী, ২০২০
রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি: অসীম সাহসিকতা, গুরুত্বপূর্ণ,প্রশংসনীয় ও ভালোকাজের স্বীকৃতি স্বরুপ পিপিএম পদক লাভ করেছেন নওগাঁর রাণীনগরের মো: রানা হামিদ। সন্ত্রাস ও জঙ্গিদমনে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক প্রদান করা হয়েছে তাকে।রবিবার (৫ জানুয়ারি) পুলিশ সেবা সপ্তাহ-২০২০ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পিপিএম ব্যাচ পরিয়ে দেন। মো: রানা হামিদ রাণীনগর উপজেলার কাশিমপুর গ্রামের মো: আঃ রহিম মন্ডলের ছেলে এবং বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে এএসআই পদে কর্মরত আছেন।পারিবারিক সূত্র জানায়,১৯৮৪ সালে ১৩ মে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন মো: রানা হামিদ। বাবা আঃ রহিম মন্ডল একজন মুক্তিযোদ্ধা এবং মা মোছা: জমেলা বিবি একজন গৃহীনি। তিনি ২০০০ সালে আতাইকুলা
জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে রাণীনগর শের-ই-বাংলা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন । এর পর ২০০৩
সালে পুলিশ বাহিনীতে যোগদান করে অত্যন্ত দক্ষতার সঙ্গে চাকুরী জীবন শুরু করেন। ২০১৮ সালে এ এস আই হিসাবে পদোন্নতি লাভ করেন । এবং
একই বছরে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আই জি পদক লাভ করেন রানা হামিদ। বর্তমানে তিনি বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত আছেন।রানা হামিদের পিপিএম পদক পাওয়ায় তার বাবা-মা, আত্মীয়স্বজনসহ এলাকাবাসী অনেক আনন্দিত। এবং রানা হামিদ দেশের জন্য আরোও যেন ভালো কিছু করতে পারেন তার জন্য তার বাবা-মা,এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।