ঢাকা (সন্ধ্যা ৭:৫১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজৈর প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:০১, ১৭ নভেম্বর, ২০১৯

মীর এম ইমরান, স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের রাজৈর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টেকেরহাট বন্দরে উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ ফজলুল হক বাবুল, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, জেলা পরিষদের সদস্য নূরজাহান পারুল, জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফরিদা হাসান পল্লবী, রাজৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিনসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও শিক্ষক কাওছার আলম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ মো: একরাম। এ সময় প্রধান অতিথি প্রেসক্লাবের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।এছাড়াও নির্বাহী কর্মকর্তা দেশ ও জনগণের কল্যাণে, এসডিজি বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠান শেষে রাজৈর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মাদারীপুরের সাংবাদিকদের শীর্ষ সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের আমন্ত্রিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিবুল আহসান লিমন ও মোহাম্মাদ ইমদাদুল হক মিলন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT