ঢাকা (রাত ২:০১) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা

শিক্ষাঙ্গন ২১৩৬২ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock শনিবার রাত ১১:২৬, ১৩ জুলাই, ২০১৯

মোঃইসমাইল, রাবি প্রতিনিধিঃ লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন কে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ বিন হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) ৭তম কার্য নির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিশ্বদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন এই কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রদীপ্ত রায়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওরীন ও ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাইনান্স বিভাগের তৃতীয় বর্ষের হিসাবে চার্লস অপু, পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাফর ইকবাল নির্বাচিত হয়েছেন।
সদ্য বিদায়ী সভাপতি আরিফুজ্জামান লিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন ( মাতিন), ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক সৈয়দ রকিব সহ ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক।
উল্লেখ্য গত ৬ জুলাই ২০১৯ আরইউসিসির ইলেকশন কার্যক্রমের সম্পূর্ণ করেছে এবং ৯জুলাই ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে আরইউসিসির ৭ম কমিটি গঠিত হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT