যৌতুক না পেয়ে স্ত্রী-শ্বশুর-শ্বাশুড়ীকে মারপিট ও শ্লীলতাহানী
ইকবাল হাসান, নড়াইল রবিবার সকাল ১১:৪৪, ৮ জানুয়ারী, ২০২৩
যৌতুক না দেয়ায় স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ীকে মারপিট করেছে স্বামীসহ তার আত্মীয় স্বজনে। নড়াইলের লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় শনিবার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে মহিসাপাড়া গ্রামের রনজু মিয়ার মেয়ে লিজা খানমের সাথে(২২) একই গ্রামের আয়ুব শেখের ছেলে সোহাগ(৩৫) এর বিবাহ হয়। বিয়ের পর থেকেই সোহাগ তার স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। গত ৪ মাস আগে বাবার বাড়ি থেকে ৪০ হাজার টাকা এনে স্বামীকে দেয় লিজা। ঘর দেবার জন্য আবারো টাকার জন্য চাপ প্রয়োগ করে লিজার স্বামীসহ আত্মীয়রা।
লিজার বাবা লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা মোড়ের আছাদ শেখের বাড়িতে ভাড়া থাকেন।
অব্যাহত নির্যাতনের কারনে লিজা তার বাবার ভাড়ার বাসায় বেশ কিছুদিন যাবত অবস্থান করছেন।
শনিবার সকাল ১০টার দিকে ভাড়ার বাড়িতে উপস্থিত হন লিজার স্বামী সোহাগ ও তার আত্মীয় (ভাসুর) দিলু(৩৮)। যৌতুক হিসাবে টাকা দাবি করলে তাদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্বামী সোহাগ ও ভাসুর দিলু লাঠি দিয়ে লিজা খানম, রনজু মিয়া ও রহিমা বেগমকে বেদম মারপিট করে ও শ্লীলতাহানী ঘটায়। তাদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এ বিষয়ে বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।