ঢাকা (সকাল ৬:২৩) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


যৌতুকের দাবীর মামলায় স্বামী গ্রেফতার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার সন্ধ্যা ০৭:৫৬, ৪ জুলাই, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে নির্যাতন করায় স্ত্রীর দায়েরকৃত মামলায় স্বামী হামিদুল ইসলাম(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের রেজাউল করিম বুলুর ছেলে হামিদুল ইসলামের সাথে একই উপজেলার কালাইকুড়ি গ্রামের মতিউর রহমানের কন্যা মারুফা আক্তারের বিয়ে হয় ৩ বছর পূর্বে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাসের একটি সন্তান আছে। বিয়ের পর থেকে মারুফার নিকট তার স্বামী ৫ লাখ টাকার যৌতুক দাবী করে আসছে। রাজী না হওয়ায় মাঝে মাঝেই শরীরিক ভাবে স্ত্রীকে নির্যাতন করে হামিদুল ইসলাম। এর ধারাবাহিতায় ১০ জুন মারুফার নিকট যৌতুকের টাকা দাবী করে। কিন্তু মারুফা বাবা-মায়ের নিকট দাবীকৃত যৌতুকের টাকার কথা বলতে অস্বীকৃতি জানায়। এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে স্বামী হামিদুল স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে। ফলে মারুফা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শেষে শুক্রবার রাতে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই রাতেই স্বামী হামিদুল ইসলামকে গ্রেফতার করে। শনিবার দুপুরে হামিদুল ইসলামকে বগুড়া আদালতে পাঠিয়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্য জালাল উদ্দীন মামলা দায়ের, আসামীকে গ্রেফতার এবং আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT