ঢাকা (দুপুর ১:০০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যশোরে দিনে দুপুরে বোমা মেরে টাকা ছিনতাই

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার রাত ০২:৪৭, ৩০ সেপ্টেম্বর, ২০২০

যশোর শহরের জেস টাওয়ারে বিপরীতে ইউসিবি ব্যাংকের বুথের সামনে থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এসময় শত শত মানুষের সামনে তারা বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার দুপর ২ টার দিকে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক দুপুর ২ টার সময় যশোর আগমনি মটরস এর মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক(২৫) গাড়ীখানা রোডের ইউসিবি ব্যাংকে ১৭ লাখ টাকা জমা দেওয়ার জন্য তার সহযোগী ইমনসহ মোটরসাইকেলে করে যশোর শহরের জেস টাওয়ারের অপর পাশে ইউসিবি ব্যাংকের বুথের সামনে পৌঁছানো মাত্র তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করে। একপর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন এনামুল হক কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT