ঢাকা (সকাল ৭:২৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


যশোরে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock মঙ্গলবার দুপুর ০৩:৫২, ১ সেপ্টেম্বর, ২০২০

যশোরের মণিরামপুরে চুমকি দত্ত (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দানের অভিযোগের মামলায় গৃহবধূর স্বামীকে আটক করেছেন পুলিশ।

রবিবার ৩০ আগষ্ট রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। চুমকি মণিরামপুর পৌরশহরের তরুন চন্দ্রের মেয়ে এবং পৌরসভার হাকোবা ব্রীজসংলগ্ন এলাকার মৃত্যুঞ্জয় দত্তের স্ত্রী।পরিবারের স্বজনরা জানায়, নয় বছর আগে তাদের বিয়ে হয়। ওই দম্পত্তির ৪ বছর বয়সী নিহারিকা দত্ত নামে এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে ধরে রবিবার ৩০ আগষ্ট  সন্ধ্যায় মৃত্যুঞ্জয় চুমকিকে মারপিট করেন। একপর্যায়ে গলা টিপে ধরে তার মাথা দেওয়ালের সাথে আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে বালিশ চাপা দেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করেন, বলে নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ। লাশের গলায় ডানপাশে বৃদ্ধাঙ্গুলের ছাপ রয়েছে। এছাড়া মারপিটের বিষয়টি শিশু নেহা পুলিশকে জানিয়েছেন।

তবে মৃত্যুঞ্জয়ের ছোট ভাই আকাশ দত্তের দাবি, রবিবার দুপুরে মৃত্যুঞ্জয়ের সাথে চুমকির ঝগড়া হয়েছিলো। পরে রাতের খাবার সেরে চুমকি নিজের ঘরে ঘুমাতে যায়। আর মৃত্যুঞ্জয় অন্যঘরে ঘুমায়। একপর্যায়ে রাত ১২টার দিকে চুমকিকে ঝুলে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুমন নাগ চুমকিকে মৃত ঘোষণা করে।ডাঃ সুমন নাগ জানিয়েছেন, চুমকিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। ওই গৃহবধূর গলায় দাগ রয়েছে।

এই দিকে এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দায়ে স্বামীসহ ৩ জনকে আসামীকে থানায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে বাকীদের নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করে, থানার ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান। থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত গৃহবধূর স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।একই সাথে নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT