ঢাকা (রাত ৮:০২) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মোহাম্মদ আতিউর রহমান আর নেই

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০৮:৪২, ১০ মার্চ, ২০২২

গৌরীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আতিউর রহমান (৫৯) আর নেই। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

(ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, এদিন সকালে পৌর শহরের নয়াপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন, হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে বাসায় ফিরে যান। ক্রমান্নয়ে পরিস্থিতির অবনতি হতে থাকলে পরিবারের লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার প্রথম নামাজে জানাজা দুপুর ২টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজা কুষ্টিয়া জেলার মিরপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক গভীর শোক প্রকাশ করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT