মেঘনায় ছিনতাই হওয়ার ৫ ঘন্টার মধ্যে ছিনতাইকারীসহ মোটর সাইকেল উদ্ধার করল পুলিশ
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ০৯:১৫, ১ অক্টোবর, ২০১৮
কুমিল্লার মেঘনা উপজেলায় চুরির ৫ ঘন্টার মধ্যে মোটর সাইকেল উদ্ধার ও মো: সামিম( ৩২) নামে মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে মেঘনা থনা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের লোকমান মিয়ার ছেলে।রোববার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।উপজেলার সেননগর গ্রামের আঃ রহমান মেম্বারের ছেলে ড্রেজার ব্যবসায়ী মো:রাসেল তার ব্যবহৃত ডিসকভার মোটর সাইকেলটি চেঙ্গাকান্দি গ্রামের রাস্তায় রেখে সে ব্যক্তিগত কাজে গ্রামের ভিতর গেলে কাজ শেষ করে এসে দেখে তার গাড়ি নেই।
পরে সে থানায় ফোন করলে সঙ্গে সঙ্গে এস আই সালামত,হাকিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উপস্তিত জনতার নিকট জিজ্ঞাসা করলে এই মাত্র সামিম গাড়িটা নিয়ে গেলো পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর ও তার সাথে জড়িত চোর কে তার মোবাইল দিয়ে ফোন করে নেটওয়ার্ক ট্রেচ করে বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন বললেও গভীর রাতে গিয়ে অনেক চেষ্ঠার পর নিশ্চিত হন যে গাড়িটি গজারিয়া উপজেলার শাক পাতা রেস্টুরেন্টের পাশে আছে সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ নিজেই ফোর্স নিয়ে অভিযানে গিয়ে গাড়িটি উদ্ধার করেন।
মেঘনা নিউজ মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সাহেবের সাথে আলোচনায় বলেন মেঘনা থানায় একটি চুরির মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান গ্রেফতারকৃত আসামী তার সাথে যারা ছিলো তাদের নাম বলেছেন তাদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।