ঢাকা (রাত ১২:৩৬) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিলন-মিরাজ স্মৃতি ক্রিকেট টিভি টুর্নামেন্টের ফাইনালে উঠলো পিঁপড়ার পাল একাদশ

এইচএম দিদার,কুমিল্লা এইচএম দিদার,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ১১:৪৮, ১৮ মার্চ, ২০২১

দাউদকান্দি পৌরসভার দোনারচরে চলছে “খন্দকার মিলন-মিরাজ স্মৃতি ক্রিকেট টিভি টুর্নামেন্ট -২০২১” এর প্রতিযোগীতা। এতে বিভিন্ন দল অংশ নেয়। আজকের(১৮ মার্চ,বৃহস্পতিবার) খেলায় প্রতিপক্ষের শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে “পিঁপড়ার পাল একাদশ”।

পিঁপড়ার পাল একাদশ এর দলীয় অধিনায়ক ও পিঁপড়ার পাল সংগঠনের ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইফুল খান বলেন,”আমরা ভালো খেলেই আজ ফাইনালে এসেছি। আমরা আগামী মার্চের ২২ তারিখ অনুষ্ঠিতিব্য ফাইনাল খেলায় বিজয়ী হওয়ার লক্ষে দলকে শক্তিশালী করবো। আশা করি বরাবরের মতো খেলায় শ্রেষ্ট পারর্ফম এর মাধ্যমে আমরা বিজয়ী হবো-ইনাশাল্লাহ। ”

এ দিকে পিঁপড়ার পাল সংগঠনের সভাপতি রুবেল সরকার ও সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহজালাল পিঁপড়ার পাল একাদশ ফাইনালে উত্তীর্ণ হওয়াতে এক ব্যতিক্রমধর্মী ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করলেন।

তারা বলেন, পিঁপড়ার পাল একটি আর্তমানবিক সংগঠন। এই সংগঠনটি সবসময় দু:স্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে । বিগত দিনে যেকেনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তাই আমরা পিঁপড়ার পাল সংগঠনের সকল সদস্য সিদ্ধান্ত নিয়েছি যে,যদি পিঁপড়ার পাল একাদশ ফাইনাল খেলায় বিজয় অর্জন করতে পারে তাহলে আমরা উক্ত খেলায় আমরা যে টিভি উপহার পাবো এর প্রাইজমানি হিসেবে আমরা মাদ্রাসার দুস্থ ও এতিম ছাত্রদের মধ্যে পুরা অর্থ দান করে দিবো।

এ সময় তারা মরহুম খন্দকার মিলন কমিশনার ও খন্দকার মিরাজ এর বিহেদী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT