মালিকবিহীন বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে বিজিবি
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার বিকেল ০৪:০৩, ৪ মে, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল
পরিমান হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার
রাতে চালিত অভিযানে এই হেরোইন উদ্ধার করে বিজিবি। এ সময় হেরোইন পরিবহনে
ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়। বুধবার রাত ১১টায় বিজিবি-৫৯ থেকে
প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য জানানো হয়।
এ সময় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তীতে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক
লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,
ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল বুধবার রাত পৌনে ৯টায়
দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে ১৫০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে তাহখানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জন মটরসাইকেল
আরোহীকে চোরাকারবারী সন্দেহে চ্যালেঞ্জ করা হলে তারা মটরসাইকেল ও একটি
বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি
তল্লাশী করা হলে মালিকবিহীন ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয় এবং মটরসাইকেলটি
জব্দ করা হয়। তবে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ
বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান অধিনায়ক।