মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
মীর এম ইমরান,মাদারীপুর বুধবার সন্ধ্যা ০৭:০৬, ৯ জুন, ২০২১
এ সময় মোটরসাইকেল চালক এমারত হোসেন মুন্না (৪০) ঘটনাস্থলে মারা যায়। নিহত এমারত হোসেন ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা ফজলুল হক মোল্লার ছেলে। সে মাদারীপুর রাজৈর উপজেলায় গণউন্নয়ন প্রচেষ্টা অফিসের ফিল্ড অফিসার হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। এ ঘটনায় পিকআপ চালক কে আটক করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন,পিকআপ ভ্যান চালকে আটক করে থানায় রেখেছি। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।