ঢাকা (সকাল ৯:৫৪) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাদারীপুরের শিবচরে ইজিবাইকের মোটরে সাথে গলার ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শনিবার রাত ১১:০৪, ৭ নভেম্বর, ২০২০

ইজিবাইকের মোটরের সাথে গলার ওড়ান পেচিয়ে ইজিবাইকের যাত্রী গৃহবধূ সালমা বেগম মারা গেছেন। শরিয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় আসার পথে ভদ্রাসনের রাস্তায় শনিবার সন্ধ্যা ৭টায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত সালমা বেগম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাজিরার নাওডোবা থেকে ভদ্রাসন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে এলে অসাবধানতাবশত সালমা বেগমের (২২) গলার ওড়না ইজিবাইকের মোটরের সাথে পেচিয়ে যায়।

মূর্হূতের মধ্যেই সালমা বেগম মাটিতে লুটিয়ে পরে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাৎক্ষনিক সালমা বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংকর ঘোষ জানান, সড়ক দূর্ঘটনা একজন রোগীকে সাড়ে ৭টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনতে আনতে তার মৃত্যু হয়েছে। মরদেহটি পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT