ঢাকা (ভোর ৫:৩৩) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মহাডাঙ্গায় যুবতীর পোড়া মরদেহ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock রবিবার রাত ০৩:০৯, ৭ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারী) রাতে পৌর এলাকার ১নং ওয়ার্ডের মহাডাঙ্গার এক ফসলী জমি থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ, রনি ও সেলিম জানায়, এশার নামাজ শেষে এলাকায় স্থানীয়রা বসে গল্প করছিলাম। হঠাৎ মাঠের দিকে তাকালে আগুন দেখতে পেয়ে আমরা কয়েকজন এগিয়ে যায়। পরে কাছে গিয়ে দেখি এক নারী আগুনে পুড়ছে। তবে আশেপাশে আর কাউকে দেখতে না পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে জানানো হয় এবং পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহম্মেদ রঞ্জু বলেন, আমি নির্বাচনি কাজে এলাকার বাইরে ছিলাম। পরে রাত সোয়া ৮টার দিকে মুঠোফোনে জানতে পেরে ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের দেখতে পাই।

 

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে মহাডাঙ্গার ধাবার মাঠে পুলিশ উপস্থিত হয়ে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি শনাক্ত করা সম্ভব না হলেও মরদেহের পাশ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই জঘণ্য অপরাধ ঘটিয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT