ঢাকা (বিকাল ৪:০৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার বিকেল ০৪:৩৯, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন ভোলা জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে ভোলা জেলা দায়রা জজ এবিএম মাহমুদুল হক এ আদেশ দেন।

আদালত সূত্র জানা গেছে, ২০১৭ সালের ২ জুন ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে আসামি তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্ত্রীকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিছানায় থাকা তার ছোট শিশু কন্যা মোহনাও (১) আগুনে পুড়ে মারা যায়। দাম্পত্য কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটে।

দীর্ঘ তিন বছর শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে।

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT