ঢাকা (রাত ১১:১৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলাহাটে করোনার টিকা নিলো ইউনিয়নবাসী

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১১:১২, ৭ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শনিবার ৭ আগস্ট করোনার টিকা দান ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করেছেন ভোলাহাট ইউনিয়নবাসী। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের ২ হাজার ৪ শত মানুষ কোভিড-১৯ মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধক চীনের সিনোফার্মের ভেরোসেল টিকা গ্রহণ করেন।

এদিন সকাল ৯ টায় উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে দলদলী ইউনিয়নের ওয়ার্ডবাসীদের পীরগাছি মাদ্রাসা কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষনা করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

সুষ্ঠুভাবে টিকা প্রদাণের লক্ষ্যে টিকাদান সম্পন্ন করতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ভোলাহাট উপজেলা হেল্পলাইনসহ উপজেলার একাধিক সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দেখা গেছে। পাশাপাশি দলদলী  ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী সু-শৃংখলভাবে টিকা নিতে টিকা কেন্দ্রে আসা মানুষদের সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে সহযোগিতা করেছেন টিকা কর্মী ৬ জন, স্বেচ্ছাসেবী ৯ জন, ৪ জন স্কাউট, ৬ জন রোভার ও ৯ জন আনসার সদস্য। প্রথম দিন প্রতিটি ইউনিয়নে ৬ শত করে ৪ টি ইউনিয়নে মোট ২ হাজার ৪ শত টিকা দেয়া হবে। ৪ টি ইউনিয়নে ১ টি কেন্দ্রে বুথ রয়েছে ৩টি। আর প্রতিটি বুথে ২ শত জন করে টিকা পাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT