ঢাকা (সকাল ৮:৪২) বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

<script>” title=”<script>


<script>

রফিকুল ইসলাম : ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার জয় বাংলা বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বিশ্বাস ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫হাজার টাকা, আলী ফার্মেসীকে ফিজিসিয়ান সেম্পল ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর৩৭ এবং ৫১ ধারায় (২০+২০)হাজার=৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে দইয়ের ওজন কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ধারায় ১০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইনসাফ হোসেন ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT