ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা, বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি শুক্রবার বিকেল ০৪:৪০, ১ নভেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় (৩১ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম এ ঘোষণা দেন ও উপযুক্ত বয়সে বিবাহের অঙ্গিকারাধীন উপজেলা ঘোষণা করেন এবং উপস্থিত সকলকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য অনুরোধ করেন।
এর আগে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, মিড ডে মিল চালু, গাছেরচারা বিতরণ, ফুল ফলের বাংলাদেশ ও আলোর বাতিঘর কর্মসূচির উদ্বোধন, বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহণ, বাল্যবিবাহ বিরোধী শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুঙ্গামারীর এএসপি সার্কেল শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, প্লান ইন্টারন্যাশনালের রংপুর ডিভিশনাল ম্যানেজার আশীষ কুমার বকসী, আরডিআরএস’র ডিরেক্টর (ফিল্ড অপারেশন) হুমায়ুন খালেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।