ঢাকা (সকাল ১১:৩৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:০৬, ৪ মে, ২০২০

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গ­ামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই জন মোটর সাইকেল চালক ও এক জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের জামতলা মোড় সংলগ্ন লিখন ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী গনেশ চন্দ্র কে সংক্রামন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোটর সাইকেলে তিন জন আরোহি থাকায় চালককে পাঁচশত টাকা ও অপর এক মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে দুইশত টাকা জরিমানা করা হয়। সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ ধারা লংঘনের দায়ে লিখন ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারীকে দশ হাজার টাকা এবং অপর দুই মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT