ভূরুঙ্গামারীতে জমাজমি সংক্রান্ত বিরোধ বসতবাড়িতে আগুন
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ০৯:৩১, ১৭ নভেম্বর, ২০১৯
মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে আগুন ও জোর পূর্বক
ক্ষেতের ধান কেটে নেয়ার ঘটনায় বিবাদমান দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা চলছে।
জানাগেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামে ১৪ বিঘা জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন গং এর সাথে একই গ্রামের
এনছার আলী গংয়ের মধ্যে দীর্ঘদিন থেকে মোকাদ্দমা চলছিলো। ঘটনারদিন রোববার সকালে এনছার আলী গং বিবাদমান জমির ধান কাটতে গেলে
উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং আব্দুল মতিন গংয়ের বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি দো’চালা টিনের ঘর, গোয়াল ও রান্নাঘর পুরে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা চলছে। ঘটনা স্থলে পুলিশ ও স্থানীয় বিজিবি অবস্থান
নিয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, এখনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।