ভুরুঙ্গামারীতে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১১:৫০, ১৪ নভেম্বর, ২০১৯
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ফিস্টুলা কোন দুরারোগ্য ব্যাধী নয়, চিকিৎসায় ফিস্টুলা রোগ ভাল হয়,
এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য বিভাগের আয়োজনে বেসরকারী সংস্থা ল্যাম্বের উদ্যোগে অবহিতকরন সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সভায় ফিস্টুলা বিষয়ে বিষদ আলোচনা করেন পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার
শৈলেস চন্দ্র বাম্ফে, প্রোগ্রাম এসিস্ট্যান্ট তোম্মেল হক ও টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আব্দুল জলিল সরকার।
সভায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পল্লী চিকিৎসক, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং ইউনিয়ন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সংস্থার পক্ষ থেকে উপজেলায়
মাসাধিককাল ফিস্টুলা রোগে আক্রান্তদের শনাক্ত করে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান।