ভিক্ষুক সদস্যদের মাঝে নগদ টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার ১২:০৩, ১৯ মে, ২০২০
মোঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার গ্রামীন ব্যাংক কালিয়া হরিপুর শাখায় ভিক্ষুক সদস্যদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী এবং ঈদের বাজার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় গ্রামীন ব্যাংক কালিয়া হরিপুর শাখা কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৩ জন ভিক্ষুক সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার এস এম শামস্ উজ্জ্বল হক। এসময় উপস্থিত প্রত্যেককে তৃতীয় দফায় ৩০ কেজি, ডাল ৪ কেজি, লবণ ২ কেজি, ২ লিটার সয়োবিন তেল , পিঁয়াজ ৪ কেজি, আলু ৮ কেজি, ডেটল সাবান ৪ টি সহ নগদ ৬০০ টাকা করে সর্বমোট ৩২০০ টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ভালো প্যাকেজ সহযোগীতা পেয়ে ভিক্ষুকরা গ্রামীন ব্যাংকের মঙ্গল কামনা করেন। এছাড়াও ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এম শামস্ উজ্জ্বল হক এবং গ্রামীণ ব্যাংকের স্টাফদের ব্যক্তিগত উদ্যাগে ১ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি,মুড়ি ১ প্যাকেট, সেমাই ১ প্যাকেট ভিক্ষুক সদস্যদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দুরত্ব মেনে চলার পরামর্শ প্রদানের পাশাপাশি করোনা রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন গ্রামীন ব্যাংক কালিয়া হরিপুর শাখার ব্যবস্থাপক শামস্ উজ্জ্বল হক বলেন, করোনা ভাইরাসে থাকায় ঘর বন্ধি কর্ম হীণ মানুষ গুলো যখন ক্ষুধায় হাহাকার করছিলো অপর দিকে আসন্ন ঈদুল ফিতরে হত দরিদ্র মানুষের জীবন জীবিকা দুরবীসহ হয়ে উঠছিলো। ঠিক সেই মূহুর্তে কালিয়া হরিপুর এলাকার ৩৩ জন ভিক্ষুক পরিবার গ্রামিন ব্যাংকের উদ্যেগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরেন। তিনি আরও বলেন, সমাজে মানুষের কাছে যারা হাত পেতে খাবার ও অর্থ সংগ্রহ করে, তাদের চেয়ে এ সমাজে অবহেলিত আরও কেউ নয়, সে কারণে আমরা ভিক্ষুকদেরকে নির্বাচন করেছি, এবং তাদের প্রত্যেক ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। যাতে করে তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো একমাস ঘরে বসে থেকে খেতে পারে। এ সময় গ্রামীণ ব্যাংক কালিয়া হরিপুর সিরাজগঞ্জ শাখায়, এরিয়া ম্যানেজার সিরাজগঞ্জ মোঃ আলতাফ হোসেন এবং প্রোগ্রাম অফিসার সিরাজগঞ্জ মোঃ বরকত আলীর, সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি সিরাজগঞ্জ জোন এর মোহাম্মদ মানিক সরকার, অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।