ঢাকা (দুপুর ১২:৫৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বেনাপোলে অর্ধহাড়ি গাজা সহ এক নারী আটক

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock শুক্রবার বিকেল ০৪:৪৫, ২৫ সেপ্টেম্বর, ২০২০

যশোর বেনাপোলে অর্ধহাড়ি গাজা সহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে নিজ বাড়ি থেকে আফরোজা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক নারী দৌলতপুর গ্রামের আক্তারের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ির ছাদ থেকে একটি হাড়ির মধ্যে থেকে গাজা উদ্ধার হয়। ওই হাড়িতে ভারত থেকে গাজা এনে রৌদ্রে শুকানো হচ্ছিল। হাড়িতে আনুমানিক ৩ কেজির মত গাজা আছে বলে তিনি জানান।

স্থানীয় আওয়ামীলীগ নেতা সেলিম বলেন আক্তারকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে। আমি বার বার আক্তারকে ফোন করে পুলিশের কাছে আত্নসমার্পন করতে বললে ও সে আসে নাই। পরে পুলিশ বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT