ঢাকা (রাত ১০:৫২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা মেসবাহুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১১:০৯, ১৬ জানুয়ারী, ২০২৪

প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার এর ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জানুয়ারী) দিনব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করে মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ।

বিকালে আসর নামাজের পরে তার নামে নামায়িত সড়কে প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের নিজ বাসভবন হক মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চু ডাক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে দুপুরে বালিয়াডাঙ্গা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং সকালে মরহুমের বাসায় কুরআন খতম করানো হয়।

 

ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের মেয়ে সংরক্ষিত নারী আসনের প্রাক্তন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বালুগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুল হুদা অলক এবং মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT