বিয়ানী বাজারে কৃষি প্রশিক্ষণ প্রদান
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ১০:৩৬, ৭ জুলাই, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের আওতায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতি ইউনিয়নের কৃষক প্রতিনিধিদেরকে নিয়ে বিয়ানীবাজার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার (৭জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা অনুষ্টিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন মোঃসালাহ উদ্দিন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট, মোঃ আনিছুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রশিক্ষন শেষে কৃষকদের মধ্যে ফলজ চারা বিতরণ করা হয়।