বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন বৃহস্পতিবার দুপুর ০২:৫৯, ৯ নভেম্বর, ২০২৩
“রুখে দাঁড়াও নারী সমাজ” শ্লোগানে বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের প্রাণকেন্দ্র নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় মুজিব চত্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিনা বেগম, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক শরিফা খাতুন বেবি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আশিক প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি একটি অগ্নি সন্ত্রাস দল। এরা হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে। গাড়ি ভাংচুর করে। জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে। চোরা ও গুপ্ত হামলা চালায়। হরতালে ব্যর্থ হয়ে এরা সারাদেশে যে তান্ডবলীলা শুরু করেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারন মানুষ। নষ্ট হচ্ছে দেশের সম্পদ। আর তাই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা সাকিউল ইসলাম সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ সিকদার সহ জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য প্রতিবাদী র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।