ঢাকা (রাত ৮:৩২) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাড়িতে প্রথম স্ত্রী আসার খবর মেনে নিতে না পারায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার বিকেল ০৫:১৭, ১৬ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সুুমা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে, বুধবার(১৬ জুন) গভীর রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকায়।নিহত সুমা ওই গ্রামের মমিনুল হকের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে ওই গ্রামের দবির আলীর পুত্র মমিনুল হক গাজীপুরে গার্মেন্টসের চাকুরির সুবাদে টাঙ্গাইলের গোপালপুর হাদিরা গ্রামের ফরহাদ আলীর কন্যা সুমা আক্তারকে বিয়ে করেন। সুমা ও মমিনুলের এটি দ্বিতীয় বিয়ে বলে পরিবারের একটি সূত্র নিশ্চিত করেছে। সন্তান প্রসবের জন্য সুমা টাঙ্গাইলে তার বাবার বাড়িতে যায়। এ সুযোগে মমিনুল বাড়িতে এসে প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করে।

গত ৪ মাস আগে প্রথম স্ত্রী কল্পনা বেগম সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে গেলে, দ্বিতীয় স্ত্রী সুমা তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান নিয়ে মমিনুলের বাড়িতে হাজির হন। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছে। বুধবার সকালে মমিনুলের প্রথম স্ত্রী কল্পনা বেগম স্বামীর বাড়িতে আসার কথা। প্রথম স্ত্রী বাড়িতে আসার খবরটি কিছুতেই মানতে পারছিলেন না দ্বিতীয় স্ত্রী সুমা আক্তার। মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে মমিনুল ও সুমা আক্তার একই বিছানায় ঘুমিয়েছিলেন। পরে রাতের কোন এক সময় সবার অজান্তে পাশের একটি রুমের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তিনি।পরে খবর পেয়ে পুলিশ সুমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ইতোমধ্যে আমরা বেশকিছু আলামত সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হয়েছে।বুধবার দুপুরে মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT