ঢাকা (দুপুর ১:২৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৫:৫৪, ৯ মে, ২০২১

‘পরথম আলোর ইসকুলের মতন হামারঘে কেহু খেয়াল রাখে না। কেহু সাহায্য করেনা। এ করোনা ভাইরাসের লাইগ্যা যখুন ইসকুল-কলেজ বন্ধ হইয়্যা গ্যাল, হামারঘে মরদদের কাজ-কাম বন্ধ হইয়্যা গ্যাল, তখন খুব কষ্টে পইড়্যাছিনু। কিন্তু এই পরথম আলোর ইসকুল ওই সময় হামরাকে দু- দুবার খাওয়ার দিয়াছে। আইজ আবার দিল। এখনতো লকডাউনও চলছে। কাজ-কাম নাই। এসব চাইল, পোলাও চাইল, ডাইল, ত্যাল, চিনি, সেমাই পাইনু। এ্যাতে যে কী আনন্দ লাইগছে, বুইল্যা বুঝাইতে পারুম না। আবার ভাইরাসের লাইগ্যা মাস্কও পাইনু। পতিবার এসব খাওয়ার দিবার সময় মাস্ক দেয় এ ইসকুল। এ্যাতে কইর‌্যা খাবারও পাইনু আবার ভাইরাস থাইক্যা সাবধানে থাকতে মাস্কও পাইনু। পরথম আলোর লাইগ্যা অনেক ভালোবাসা দিনু।’

খাদ্য সহায়তা পেয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থী ললিতা টুডুর মা ময়না মুরমু।

রোববার বেলা ১১টার দিকে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সামিট গ্রুপের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে বিদ্যালয়ের মাঠে তিন দফায় এই উপহার সামগ্রী দেয়া হয়।

উপহারসমাগ্রী হিসেবে ৩১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে চার কেজি করে ভাতের চাল, এক কেজি করে আতপ চাল, চিনি, ডাল, লবন, এক লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম লাচ্চা সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ, ৩৫ গ্রাম গরম মশলা, একটি সাবান, এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ও একটি করে মাস্ক দেয়া হয়।

এছাড়া বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারি ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসকে ঈদ উপহার হিসেবে পোশাক প্রদাণ করা হয়।

গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পর্যায়ে কৃষি পদকপ্রাপ্ত ফলচাষি মতিউর রহমান, ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম, সমাজসেবী আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, গ্রাম্য মোড়ল লগেন সরেন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাদা মনের মানুষ কানাই চন্দ্র দাস, বর্তমান প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

উপস্থিত গ্রাম্য মোড়ল ও অভিভাবকরা জানান, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালাটি শুধু বিপদের সময় শিক্ষার্থীদের খাবারই দেয় না। এর আগে বিদ্যালয়ের সুন্দর পোশাকও দিয়েছে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকরা শিক্ষার্থীদের পড়ালেখা চালু রাখতে নানামুখী কাজ করে আসছে। লকডাউনের মধ্যেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সপ্তাহে একদিন করে পাঠদান করিযে আসছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখা কিছুটা হলেও সচল থাকছে। এজন্য আলোর পাঠশালার কাছে শিক্ষার্থী-অভিভাবক সকলেই ঋণী।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাঈদ মাহমুদ, সাহিত্য সম্পাদক শিরিনা খাতুন, মানবসম্পদ সম্পাদক সোনিয়া খাতুন প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT