বান্দরবানে র্যাবের অভিযান, কোটি টাকার হিরোইসহ ২ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:২০, ৩ নভেম্বর, ২০১৯
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)।
আজ (৩ নভেম্বর) রবিবার সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিংয়ের ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি হেরোইন। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়ে র্যাব।
র্যাব জানায়, ক্রেতা সেজে এক কেজি হেরোইন কিনতে আসে র্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মারমা ও পাইনসাসিং মারমা সন্ধ্যা ৭টায় হেরোইন দিতে আসলে র্যাবের সদস্যরা তাদের আটক করে।
চট্টগ্রাম র্যাব-৭ এর মেজর শামীম বলেন, ‘বান্দরবান শহরের হিলবার্ড এলাকার শেখ মুজিব সড়কে সন্ধ্যায় র্যাবের ১৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ দু’জনকে আটক করে।’
অভিযানে অংশ নেন র্যাব-৭ এর মেজর মোহাম্মদ সামিম সরকার ও এএসপি মো. তারেক আজিজ।