ঢাকা (সন্ধ্যা ৭:১৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত।

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সকাল ১১:৩৮, ২ জুন, ২০২০

 বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ০১জুন ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেষা বাইশফাঁড়ি এলাকায় এঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেষা বাইশফাঁড়ি এলাকার একটি পাহাড়ে ৭/৮জনের একটা রোহিঙ্গা ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি উদ্দ্যেশে অবস্থান নেয়। এমন খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহলরত দল উক্ত এলাকার পাহাড়ে তল্লাশী চালান। এসময় রোহিঙ্গা ডাকাত দল বিজিবি’র সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। এতে আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরাও পাল্টাগুলি চালায়। এসময় উভয়ের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত সমস্য নিহত হয়েছে। এব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে একজন রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার ঘটনার কথা তিনিও শুনেছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনিও বিজিবি’র সাথে যোগাযোগে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। এবিষয়টি নিশ্চিত হতে নাইক্ষ্যংছড়ির বিজিবি’র ৩৪ ব্যাটেলিয়ন অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার হলেও সংযোগ পাওয়া যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT